ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রহমান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
গাংনীতে কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রহমান গ্রেফতার গ্রেফতার আব্দুর রহমান ওরফে রাহা। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রহমান ওরফে রাহাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের একটি টিম হিন্দা মাঠপাড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান ওরফে রাহাকে  গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী আব্দুর রহমান এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী ও জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি। তিনি গাংনী উপজেলা ভারতীয় সীমান্তবর্তী রংমহল গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকদ্রব্য, বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে নয়টি মামলা রয়েছে। তিনি এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। গাংনী থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।