ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের (গাসিক) মরকুন এলাকায় ট্রেনে কাটা পড়ে সালাউ‌দ্দিন বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব শেরপু‌রের নকলা থানার কবুতরমা‌রি এলাকার সোবহান মিয়ার ছে‌লে।

তি‌নি গাজীপুরে ভাড়া বাসায় থে‌কে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

টঙ্গী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ উপ-প‌রিদর্শক (এসআই) মো. র‌ফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মরকুন এলাকায় ঢাকা-জয়‌দেবপুর রেললাই‌ন পার হওয়ার ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পে‌য়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ঢাকা মেডি‌ক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান এসআই র‌ফিকুল।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।