ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য পরিদর্শকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য পরিদর্শকের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রলিচাপায় মোল্লা মনিরুজ্জামান মুন্নু (৫৯) নামে এক খাদ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের চাঁন মোল্লার ছেলে।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে হাঁটতে বের হন মনিরুজ্জামান মুন্নু। তিনি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রলি ও ট্রলি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।