ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার মণ্ডলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা বোরহান (৩৪) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার আব্দুল হামিদ (৫৫)।

তিনি পাকুন্দিয়ার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তঃনগর এগারসিন্দুর ট্রেন কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটি কটিয়াদীর মানিকখালি অতিক্রম করার সময় মণ্ডলভোগ এলাকায় মোটরসাইকেলের দুই আরোহী রেললাইন পাড় হতে গেলে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান। এসময় স্থানীয়রা আহত অবস্থায় বোরহানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, ১৫ নভেম্বর, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।