ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেঁয়াজ মজুদের চেষ্টা, জব্দ ৭ মেট্রিক টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
পেঁয়াজ মজুদের চেষ্টা, জব্দ ৭ মেট্রিক টন

সিলেট:  সিলেটে অবৈধ পথে আসা ৭ মেট্রিক টন পেঁয়াজ জব্দ করেছে র‌্যাব-৯। এসময় ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল সড়কে বটেশ্বর বাজার এলাকা থেকে একটি ট্রাকে থাকা পেঁয়াজের চালানটি জব্দ করা হয়।

আটক দুইজন হলেন- সিলেট গোয়াইনঘাট উপজেলার লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার মীরাজ আলী।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে পেঁয়াজের চালান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, একটি ট্রাকে অবৈধ পথে আনা প্রায় ৭ মেট্রিক টন (৭ হাজার ২ কেজি) পেঁয়াজ জব্দ করা হয়েছে। পেঁয়াজের চালানটি তারা মজুদ করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। পেঁয়াজের চালানসহ আটক দুইজনকে শাহপরান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।