ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষ্ণা রায়কে বাসচাপা: ট্রাস্ট পরিবহনের হেলপার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
কৃষ্ণা রায়কে বাসচাপা: ট্রাস্ট পরিবহনের হেলপার গ্রেফতার গ্রেফতার হেলপার বাচ্চু মিয়া

ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় পলাতক আসামি ট্রাস্ট পরিবহনের হেলপার বাচ্চু মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই’র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) বশির আহমেদ বাংলানিউজকে জানান, গত ২৭ আগস্ট দুপুরে বাংলামোটর ওভারব্রিজের নিচের ফুটপাত দিয়ে হেঁটে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায়।

এ সময় কারওয়ান বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট পরিবহনের একটি বাস ফুটপাতে উঠে যায়। ওই বাসে চাপাপড়ে কৃষ্ণা রায়ের বাম পা থেঁতলে যাওয়াসহ গুরুতর আহত হন। পরে চিকিৎসক অপারেশন করে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।

এ ঘটনায় বাসের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আহত কৃষ্ণা রায়ের স্বামী রাধেশ্যাম চৌধুরী। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর বাসচালক মোরশেদকে গ্রেফতার করা হলেও হেলপার বাচ্চু মিয়া পলাতক ছিলেন।

ধারাবাহিক তদন্তের অংশ হিসাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে পলাতক বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসএসপি বশির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।