ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আ’লীগে দুর্নীতিবাজ, মাদক-ক্যাসিনো ব্যবসায়ীর স্থান নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
‘আ’লীগে দুর্নীতিবাজ, মাদক-ক্যাসিনো ব্যবসায়ীর স্থান নেই’ বগুড়ায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী পৌর মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগে কোনো দুর্নীতিবাজ, মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীর স্থান হবে না। 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ খোকন পার্কে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।  

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সম্মেলনটির প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

এসময়, প্রধান অতিথির বক্তব্যে লিটন একথা বলেন।  

তিনি আরও বলেন,  রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য। যারা সেটি করবে না, তাদের স্থান আওয়ামী লীগে হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার রায়সহ দলীয় নেতা-কর্মীরা।  

সম্মেলনের প্রথম পর্বে রফি নেওয়াজ খান রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে কোনো সমঝোতা না হওয়ায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন চারজন প্রার্থী। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
কেইউএ/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।