ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে যক্ষা রোগ সচেতনতায় অ্যাডভোকেসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
খাগড়াছড়িতে যক্ষা রোগ সচেতনতায় অ্যাডভোকেসি সভা সভায় বক্তব্য রাখেছেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে খাগড়াছড়িতে যক্ষা রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এ সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, ডা. বিবুল কান্তি ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো. জহুরুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  
 
সভায় বক্তারা বলেন, যক্ষ্মা মানুষের শরীরে দু’টি অংশে চোখ ও নক ছাড়া শরীরে যেকোনো অংশে যক্ষ্মা রোগ হতে পারে। যক্ষ্মা হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি যক্ষ্মা রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যক্ষ্মারোগীকে পরিমিত, নিয়মিত, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হবে। কয়েক মাস ওষুধ খেয়ে অসমাপ্ত রাখলে পরবর্তিতে যক্ষ্মা রোগ হলে রোগীর ওষুধ খেলেও কার্যকারী হবে না।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।