ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
বরিশালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ভাসানীর প্রতিকৃতিতে জনতার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা, আরিফুর রহমান মিরাজের নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলা শাখা, নবীন আহম্মদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা, ইয়াসমিন সুলতানার নেতৃত্বে মওলানা ভাসানী পাঠাগার, রাইদুল ইসলাম সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিটি কলেজ শাখা,  অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ।

মাস্টার নুরুল ইসলামের নেতৃত্বে ঐক্য ন্যাপ, ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন আনলাইন প্রেস ইউনিটির বরিশাল জেলার সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম অলি, বরিশাল ফটো সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপু ইসলামসহ বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মওলানা ভাসানী রাজনীতি খুবই প্রাসঙ্গিক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মওলানা ভাসানী দেখেছিলেন তা বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।