ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
বরিশালে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল: নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সব ধরনের শ্রমিক হয়রারি বন্ধ, মালিক কতৃক সব নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, কর্মস্থলে ও দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে সমাবেশে ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বরিশাল শাখা নৌযান শ্রমিক ফেডারেশন এবং লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত শ্রমিকরা নদী বন্দর এলাকায় এ কর্মসূচি পালন করে।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, পূর্বে বেশ কয়েক দফায় আন্দোলন করেছি।

নৌমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও আমাদের অধিকাংশ দাবি পূরণ করেনি লঞ্চ মালিকরা।  

‘এবার আমরা আগামী ২৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করবে। দাবি মেনে নেওয়া না হলে রাত ১২টার পর থেকে আমরা ধর্মঘটে যাবো। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।