ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ঝালকাঠি শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ঝালকাঠি শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: বিজয়ের মাস উপলক্ষে ঝালকাঠি শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও সভা করা হয়।  

বিএমএসফ’র ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আজম টুটুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম।

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন রুবেল, আতিকুর রহমান, কে এম ছিদ্দিক, মো. মিজানুর রহমান, বশির আহম্মেদ খলিফা, জাহাঙ্গীর ফরাজী ও মো. মাসুম খান প্রমুখ।

সভায় বক্তারা সম্প্রতি নলছিটি উপজেলার ষাটপাকিয়ায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবি জানান।

এদিকে বিজয়ের মাসের প্রথম দিনে ঝালকাঠিতে ১১ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক অলোক সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, সদস্য খসরু নোমান, অ্যাডভোকেট এস এম রুহুল আমীন রিজভী, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির সভাপতি ডা. ফজলুল হক পবন।

মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে কমিশন গঠন করে কোটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, ১ ডিসেম্বরকে জাতীয় ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি ঘোষণা করাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।