ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগানে ছাগল চরাতে গিয়ে পেলেন ছেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
বাগানে ছাগল চরাতে গিয়ে পেলেন ছেলের মরদেহ

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় নিহতের বসতবাড়ি সংলগ্ন বাগানে ছাগল চরাতে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন মা ফাতেমা বেগম।  

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মরদেহটি দেখে জনপ্রতিনিধি ও লামা থানায় খবর দেন।


 
নিহত মো. সায়েদুল ইসলাম (২৬) উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মুকবুল হোসেন প্রকাশ জাবেরের ছেলে।  

নিহতের মা ফাতেমা বেগম বলেন, গতরাতে বাড়ির সামনের একটি রুমে ঘুমিয়ে ছিল আমার ছেলে। সকালে উঠে আমরা বাড়ির দরজা খোলা পাই। বেলা ১১টায় বাড়ির পূর্ব পাশের বাগানে লেকের ধারে ছাগল চড়াতে গেলে দেখি সায়েদুল মরে পড়ে আছে। পরে টানতে টানতে মরদেহটি বাড়ির আঙিনায় নিয়ে আসি। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে।
 
এ ঘটনায় রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।