ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিল্পপতি রাহুলের ফেসবুক আইডি ক্লোন, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
শিল্পপতি রাহুলের ফেসবুক আইডি ক্লোন, থানায় জিডি

খুলনা: খুলনার বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুলের ব্যক্তিগত ফেসবুক থেকে ছবি কপি করে একটি ক্লোন আইডি খোলা হয়েছে।

আইডিটি দৃষ্টিগোচর হওয়ার পর সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১০৮।

শ্রীমন্ত অধিকারী রাহুল বাংলানিউজকে বলেন, আমার একটি ফেসবুক আইডি রয়েছে। তবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার দৃষ্টিগোচর হয় কে বা কারা ‘Sremonto Adhikary শিল্পপতি ও সমাজ সেবক’ নামক একটি ফেসবুক আইডি খোলে। আমার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি কপি করে সেই ক্লোন আইডিটিতে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফেসবুকের ওই ক্লোন আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট বা ছবি যদি প্রকাশিত হয় তাহলে সামাজিকভাবে আমার সম্মান ক্ষুণ্ন হবে। কেউ হয়তো আমাকেহেয় প্রতিপন্ন করতে এ কৌশল অবলম্বন করছে।

খুলনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজল বাংলানিউজকে বলেন, শ্ৰীমন্ত অধিকারী রাহুলের ফেসবুক আইডি ক্লোন হওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।