ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধা-ভালোবাসায় রাজশাহীতে শহীদদের স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
শ্রদ্ধা-ভালোবাসায় রাজশাহীতে শহীদদের স্মরণ

রাজশাহী: রাজশাহীতে শ্রদ্ধা-ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়েছে।

রাজশাহী মুক্ত দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  

আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদদের স্মরণে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. হবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর রশিদ ময়না, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমুখ।

এছাড়া আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে রয়েছে সমাবেশ।

রাজশাহী মুক্ত দিবস বুধবার। রাজশাহীবাসীর স্মৃতিপটে দাগ কেটে যাওয়া স্মরণীয় একটি দিন। ৪৮ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর এসেছিল বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল বিজয়।  

পঞ্চান্ন হাজার বর্গমাইলের এ দেশে উদিত হয়েছিল নতুন সূর্য। নাগপাশ মুক্ত হয়েছিল পাক বাহিনীর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের এ দিনে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন, অহংকারের দিন।

কিন্তু রাজশাহীতে স্বাধীনতার সেই সূর্য কিরণের ছোঁয়া লেগেছিল আজকের দিনে। এদিন রাজশাহী শহর শত্রুমুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।