ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
রাজবাড়ীতে ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গান্দিমারা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মাঝগ্রামের ফরমান মণ্ডল (৬০), বাশগ্রাম গ্রামের আবুল কাশেমের ছেলে মিলন (২৭), ফরিদপুর জেলার গোপালপুরের আইয়ুব আলীর ছেলে মিন্টু (৪০), কুষ্টিয়া জেলার আজাইল গ্রামের সায়েদ আলীর ছেলে রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫)।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহন ও কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল পরিবহন আরিফ এক্সক্লুসিভের বাস দুটি রাজবাড়ী কুষ্টিয়া সড়কের গান্দিমারা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি মণ্ডল বাংলানিউজকে জানান, ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

>>>রাজবাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।