ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকল সোনার লোভে পড়ে সর্বস্ব খোয়ালো নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
নকল সোনার লোভে পড়ে সর্বস্ব খোয়ালো নারী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নকল সোনার বার দেখিয়ে লাকি আক্তার (২৫) নামে এক নারীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের চেইন ও হাতের আংটি নিয়ে গেছে প্রতারক চক্র।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের ঈশা খাঁ রোডের বণিক ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে। লাকি জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা সাংবাদিক মো. খায়রুল ইসলামের স্ত্রী।

 

স্বামী খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে বণিক ভাণ্ডারের সামনে একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী আমার স্ত্রী লাকিকে স্বর্ণের বার এবং একটি চিঠি দেখিয়ে সেটি কেনার প্রস্তাব করে। পরে দর কষাকষির এক পর্যায়ে পর স্বর্ণের বারের মূল্য বাবদ নগদ ১২ হাজার টাকা, আট আনা ওজনের গলার স্বর্ণের চেইন ও হাতে থাকা চার আনা ওজনের একটি আংটি নেয় ওই প্রতারক চক্র। পরে আরও কিছু টাকার জন্য আমার স্ত্রী আমাকে জানালে সর্বশেষ ঘটনাস্থল কালিবাড়ী এলাকায় পৌঁছে লাকির সঙ্গে দেখা হয়। এর আগেই একটি নকল স্বর্ণের বার ও একটি চিঠি আমার স্ত্রীর হাতে দিয়ে পালিয়ে যায় ওই দুই প্রতারক।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।