ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৭ ডিসেম্বর থেকে নতুন রূপে চলবে ‘নীলসাগর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
২৭ ডিসেম্বর থেকে নতুন রূপে চলবে ‘নীলসাগর’ নীলসাগর এক্সপ্রেস। ছবি:বাংলানিউজ

নীলফামারী: চিলাহাটি টু ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা  অত্যাধুনিক রেল কোচ। আগামী ২৭ ডিসেম্বর থেকে নতুন রূপে চলবে ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে নীলসাগর ট্রেনটি অপেক্ষাকৃত কম সুযোগ-সুবিধা সম্বলিত ভারতীয় কোচ দিয়ে পরিচালিত হয়ে আসছে। ইতোপূর্বে ওই ট্রেন বহরে ১২টি আধুনিক কোচ প্রত্যাহার করে পঞ্চগড় টু ঢাকা রুটে একটি নতুন ট্রেন চালু করা হয়।

ফলে গেল এক বছর ধরে নীলসাগর ট্রেনটি সাধারণ মানের কোচ দিয়ে পরিচালিত হয়ে আসছিল।

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলসাগর ট্রেনে নতুন কোচ সংযোজনের জন্য অনুরোধ জানান। সেই হিসেবে বদলে যাচ্ছে নীলফামারীর সীমান্ত জনপদ চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী ট্রেনটি।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, নীলফামারীবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন দিনে ও রাতে ট্রেন চালুর জন্য। তবে আপাত ডাবল পাওয়া না গেলেও নীলসাগর ট্রেনে নতুন কোচ যোগ হচ্ছে এতে আমরা আনন্দিত।

রেলওয়ের একটি সূত্রমতে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত চিলাহাটি-ঢাকা রুটে একাধিক ট্রেন চালানো যাচ্ছে না। বিদেশ থেকে কিছু ইঞ্জিন আনা হচ্ছে। তখন লাভজনক এ রুটে দু’টি ট্রেন চালানো সম্ভব হবে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, এ ব্যাপারে প্রস্ততি সম্পন্ন হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর বদলে যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।