ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালের আশ্রিত ৩ শিশু ফিরলো নিজ পরিবারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বরিশালের আশ্রিত ৩ শিশু ফিরলো নিজ পরিবারে আশ্রিত তিন শিশুসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: আদালতের নির্দেশে বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত তিন শিশু রোববার (২২ ডিসেম্বর) সকালে ফিরে গেলো তাদের নিজ নিজ পরিবারে।

বেবী হোমে আশ্রিত তিন শিশুকে আদালতের নির্দেশে প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমাজসেবা অধিদফতরের আওতাধীন আগৈলঝাড়ায় অবস্থিত বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, বেবী হোমে আশ্রিত আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের কাওসার সরদার (৬) ও তার ছোট ভাই আলহাজ সরদারকে (৩) রোববার সকালে তাদের মা নুরুন্নাহার খানমের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র মতে, কাওসার ও আলহাজের মা মানসিক ভারসাম্যহীন। তাদের বাবা রুবেল সরদার মারা যাওয়ার পরে ওই দুই শিশু তাদের নানির কাছে আশ্রয়ে ছিলো। দারিদ্রতার কারণে ওই দুই শিশুকে বেবী হোমে আশ্রয়ের জন্য দেওয়া হয়। এখন তাদের মা সুস্থ ও স্বাভাবিক হওয়ায় কাওসার ও আলহাজকে নিজের কাছে নিতে চাইলে দুই সন্তানকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপ-তত্ত্বাবধায়ক আরও জানান, বরিশাল শিশু আদালতের বিচারকের নির্দেশে রোববার সকালে সাত বছরের শিশু সাইফুল ইসলামকে বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের নিঃসন্তান দম্পত্তি বাবুল মৃধা ও তার স্ত্রী পারভীন আক্তারের কাছে হস্তান্তর করা হয়। তাকে (সাইফুল) আগৈলঝাড়ার রথখোলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিলো।

তিনটি শিশু হস্তান্তরের সময় বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, অফিস সহকারী নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।