ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান .

ঈশ্বরদীতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে যারা অসামান্য অবদান রেখেছেন সেই সকল মুক্তিযোদ্ধাদের মাঝে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি এই কার্ড বিতরণ করেন।

এর আগে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসকে প্রথম স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান এই কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি বাংলানিউজকে জানান, ঈশ্বরদী পৌর ও বিভিন্ন ইউনিয়নের ৪৫০ মুক্তিযোদ্ধার স্মার্ট কার্ডের জন্য নামের তালিকা পাঠানো হয়েছিল। এরমধ্যে ৩৭৮ জন মুক্তিযোদ্ধার কার্ড আমরা হাতে পেয়েছি। সোম ও মঙ্গলবার পর্যন্ত মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান বাংলানিউজকে জানান, জাতির সূর্য সন্তানদের হাতে তাদের ব্যক্তিগত তথ্য সম্বলিত স্মার্ট কার্ড দিতে পেরে আমার গর্ব হচ্ছে। এই উপজেলায় ৭০০  মুক্তিযোদ্ধা রয়েছেন। পর্যায়ক্রমে তাদের এই স্মার্ট কার্ড প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।