ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাকসুতে হামলাকারীদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ডাকসুতে হামলাকারীদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ ডাকসুতে হামলাকারীদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাকা): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ছাত্র পরিষদের নেতাদের ওপর হামলা ও ডাকসু ভবনে ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে পূর্বঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া হামলায় জড়িতদের বহিষ্কারেরও দাবি জানান তারা।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক সনজিত-সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকেও তাদের বহিষ্কার করতে হবে।

হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদদের অভিযোগ করে আখতার হোসেন বলেন, হামলার দায় তারা এড়াতে পারেন না।

এসময় তিনি প্রক্টরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানান।

ছাত্র ফেডারেশনের জাহিদ সুজন বলেন, বুয়েটে আবরারের রক্ত শুকায়নি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে ছেড়ে দু’জনকে ফেলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেজুড়বৃত্তি প্রশাসন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে প্রক্টর কার্যালয়ের দিকে রওনা দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর পুনরায় তারা রাজু ভাস্কর্যে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসকেবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।