ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
লক্ষ্মীপুরে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জকসিন বাজারের কাছের খাল দখল করায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।  

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এর আগে মাইকিং করে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দখলদাররা স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। যে কারণে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।