ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
বরিশালে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কম্বল বিতরণ করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ‌‌ বরিশালে অসহায় দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় জাহিদ ফারুক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি দেশের দুস্থ অবহেলিত ও অসহায় মানুষের জন্য সর্বক্ষণ ভাবনায় থাকেন।

তিনি দেশের মানুষকে ক্ষুধা দারিদ্রমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই সূত্র ধরেই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের চার হাজার দুস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।

কম্বল বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডি‌সেম্বর ২৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।