ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবার মৃত্যুবার্ষিকীর দাওয়াত নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
বাবার মৃত্যুবার্ষিকীর দাওয়াত নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৩০

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে বাবার মৃত্যুবার্ষিকীর দাওয়াত দেওয়া নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হলে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সত্যবর্তী গ্রামের মজিদ ঘরামীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে ফারুক খাওয়া-দাওয়ার আয়োজন করে।

এতে বিভিন্ন লোকজনদের দাওয়াত দিলে আপন দুই ভাই ফারুক ঘরামী ও খায়রুল ঘরামীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে দুপুরে ওই দুই ভাইয়ের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।  

এক পর্যায়ে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হলে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।