ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১২৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ময়মনসিংহে ১২৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক ২

ময়মনসিংহ: ময়নসিংহে অভিযান চালিয়ে ১২৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- রাসেল আলী (৩২) ও আনজু বেগম (২৫)। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৪ এর ময়মনসিংহ ক্যাম্প কমান্ডার মেজর শিবলী সাদিক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে নগরের আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ১ হাজার ২৮০ টি প্যাথেডিন ইনজেকশন ও ২৭ পিস ইয়াবাসহ রাসেল আলী ও আনজু বেগমকে আটক করা হয়।

আটকদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।