ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া র‌্যাবের অভিযানে আটক ২ মাদকবিক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বগুড়া র‌্যাবের অভিযানে আটক ২ মাদকবিক্রেতা আটক সাবিত হোসেন ও আব্দুল মান্নান। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) অভিযানে ১৫০০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন ও ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-১২’র বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার গড়েরপাড়া শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন ও ৭৯ বোতল ফেনসিডিল, একটি মোবাইল, একটি সীম এবং নগদ ২৮,০৫০ টাকাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক দুইজন হলেন-সিরাজগঞ্জ জেলার ভাঙ্গাবাড়ী উপজেলার শয়াগোবিন্দ আবুল কাশেমের ছেলে সাবিত হোসেন (২৮) ও আব্দুল মান্নান (৪৮)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, আটক দুইজন মাদকবিক্রেতা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইনজেকশন ও ফেনসিডিল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।

তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।