ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ৮০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
মুন্সিগঞ্জে ৮০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ জব্দকৃত কারেন্ট জাল। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৮০ কোটি ৩০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ৪ কোটি ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা, দুর্গাবাড়ী, মুক্তারপুর এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় প্রশাসনের অভিযান।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/current-net-in20200109031602.jpg" style="width:100%" />

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, এদিন ৯টি অবৈধ জালের ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত করে ৮০ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৪ কোটি ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ৯টি ফ্যাক্টরির ২১ জনকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।  ছবি: বাংলানিউজ

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এম সাজ্জাদ হোসেন, মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. আলমগীর, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সুনীল মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।