ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন রবার্ট ডিকসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন রবার্ট ডিকসন

ঢাকা: মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ হাইকমিশনার এক ভিডিও বার্তায় মুজিববর্ষকে স্বাগত জানান। একইসঙ্গে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর লন্ডন সফর স্মরণ করেন।

ভিডিও বার্তায় রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আমি ইউকে-বাংলাদেশ বন্ধুত্বের একটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে মুজিববর্ষকে স্বাগত জানাচ্ছি।

মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পথে যুক্তরাজ্য সফর করেছিলেন। ৮ জানুয়ারি রাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছিলেন। লন্ডনে বঙ্গবন্ধুর এ সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তি। ’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর লন্ডন সফরের দু’দিন পর ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের একটি বিমানে বঙ্গবন্ধু ঢাকায় আসেন। তখন মানুষ অধীর আগ্রহে বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। আমি আনন্দিত আগামী ১০ জানুয়ারি মুজিববর্ষ উদ্বোধন করতে ঐতিহাসিক সেই ঘটনা পুনরায় প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমি এ পুনঃপ্রণয়ন দেখার প্রত্যাশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।