ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১০ ঘণ্টা ধরে বন্ধ ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১০ ঘণ্টা ধরে বন্ধ ফেরি চলাচল

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। মাঝ পদ্মায় নোঙর করে রয়েছে ৬টি ফেরি।

এদিকে বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘনকুয়াশার কারণে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটের দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে দুইশতাধিক পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।