ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত  দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন বাবু (৩৫) নামে একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কাজির শিমলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকে শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় ওই বাসের পেছনে চলন্ত আরও কয়েকটি বাস এসে ধাক্কা দেয়। এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাসটির হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।