ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ১৩শ’ বোতল ফেন্সিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
সিরাজগঞ্জে ১৩শ’ বোতল ফেন্সিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২শ’ ৭৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১২ মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।

আটকরা হলেন, পাবনা জেলা সদরের চক কইলানপুর গ্রামের মৃত ময়নদ্দীনের ছেলে মামুন শেখ (৩৫) ও একই উপজেলার তিনগাছা গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজীব উদ্দিন (২৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে বগুড়া-পাবনা মহাসড়কের শ্রীখোলা বাসস্ট্যান্ড মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় পাবনা-ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২শ’ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময় : ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।