সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বরিশাল পুলিশ লাইনস ড্রিল শেডের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেলসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প ইনচার্জদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
তিনি বলেন, মুজিববর্ষে পুলিশ সদস্যরা কাজ-কর্মে সফলতার মধ্য দিয়ে নিজেদেরকে আরও উন্নত করবেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বিপদগ্রস্থ হলে সর্বশেষ আশ্রয়স্থল থানায় এসে হাজির হন। তাই তারা যেন কোনো ভাবেই প্রতারিত না হন সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
থানায় অভিযোগ আসলে কর্তব্যরত অফিসারদের তা নিরপক্ষভাবে তদন্ত করার জন্য আহ্বান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি।
এসময় তিনি আরও বলেন, আমরা হয়তো সবার উপকার করতে পারবনা কিন্তু পুলিশের দ্বারা যেন কারো ক্ষতি না হয়।
বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রাকিব,অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক প্রমুখ।
সভা শেষে অবসর নেওয়া সাত পুলিশ সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট হতে তুলে দেওয়া হয়। এছাড়া কর্তব্যের স্বীকৃতিতে জেলার বিভিন্ন থানার পাঁচ ওসিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএস/এবি