তিনি বলেছেন, বঙ্গবন্ধু পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেছিলেন। আরও আগেই এই চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা দরকার ছিল।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এ কথা বলেন মন্ত্রী। এর আগে পরিকল্পনা বিভাগ কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান গণি মন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য আবেদন করেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, জাতির পিতার প্রতিষ্ঠিত চত্বরে এই মহান মানুষটিকে শ্রদ্ধা নিবেদনের জন্য কোনো প্রকার ব্যবস্থা নেই। তাই স্থায়ী ম্যুরাল নির্মাণ করা হবে এখানে। কেননা, আমরা জাতির পিতাকে সবসময় স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআইএস/টিএ