মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান ওই ইউনিয়নের খালপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘাগড়া সীমান্তের ৭৫২-এর সাব ১৩ মেইন পিলার এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ও বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী ও ৫৬ বিজিবির কর্মকর্তারা।
এ বিষয়ে এসপি ইউসুফ আলী বাংলানিউজকে জানান, ওই সীমান্ত থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস