মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তিনি এই হাসপাতাল ছাড়েন। এরপর বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্বাভাবকিভাবে হাটাঁ-চলা ও খাওয়া-দাওয়া করতে পারছনে। তিনি সিঙ্গাপুর থেকে মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজর্কমের বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। এছাড়া আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দেশে ফেরার জন্য তার পরিবার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেছেন।
এর আগে গত ১২ জানুয়ারি থেকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ০৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
জিসিজি/টিএ