ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাউল শিল্পী শরিয়তের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
বাউল শিল্পী শরিয়তের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতির নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

ঢাকা: বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতির নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বাউল একাডেমি ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলা বাউল একাডেমি ফাউন্ডেশনের সভাপতি মো. নেওয়াজ দেওয়ান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, মো. জালাল বয়াতি, সিরাজ দেওয়ান, নুর তারা দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, বাউলরা দেশের কথা বলে, মানুষের কথা বলে, ইসলামের কথা নিয়ে গান করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন গান বাউলরা করেনা। বাউল গান করলে কেউ যদি ধারণা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এটা সম্পূর্ণ ভুল ধারণা।

মানববন্ধনে নুর তারা দেওয়ান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাউলদের গ্রেফতার করে দমিয়ে রাখা যাবে না। তারা তাদের গান চালিয়ে যাবে।

বাংলা বাউল একাডেমি ফাউন্ডেশনের সভাপতি মো. নেওয়াজ দেওয়ান বলেন, বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতি ওপর আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করছি, বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতিকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে গানের আগে দেওয়া বক্তব্যে শরিয়ত সরকার নামের এ বয়াতী ইসলামের নবী এবং ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, এমন অভিযোগে এলাকায় বিক্ষোভ হয় এবং স্থানীয় এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার জের ধরেই বাউল শিল্পী শরিয়ত সরকারকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০ 
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।