বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।
এর আগে দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাধকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আল-আমিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পানাহার-কনিকপুর এলাকার মো. ফিরোজ আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে করিমগঞ্জ উপজেলার সাধকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০২০
আরএ