ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়ের প্রতি সম্মান দেখিয়ে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়া উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
রায়ের প্রতি সম্মান দেখিয়ে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়া উচিত

ঢাকা: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে)  গাম্বিয়ার করা মামলার রায়ে চারটি অন্তর্বর্তীকালীন আদেশকে মানবতার ঐতিহাসিক জয় হিসেবে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

তারা বলেছেন, এ রায় অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে নতুন বার্তা দিলো। এখন রায়ের প্রতি সম্মান জানিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার দায়িত্ব মিয়ানমারের।

তাদের উচিত যত দ্রুত সম্ভব সসম্মানে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইনে ফেরত নেয়া।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ‘আইসিজে রুলিং অন দ্য প্রোভিশনাল ম্যাজার অন রোহিঙ্গা জেনোসাইড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশ্লেষকরা এসব একথা বলেন।  

পড়ুন>> রায়ে মিয়ানমার অবশ্যই চাপে পড়বে: পররাষ্ট্র সচিব     

বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এ রায় কালেক্টিভ মানবতার বিজয়। গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ নতুন বার্তা দিয়েছে।  

‘বাংলাদেশ আন্তর্জাতিক আইন, সংস্থা ও মানবতার প্রতি সম্মান রেখে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা দিয়ে যাচ্ছে। এখন আইসিজের রায় বাস্তবায়ন করার দায়িত্ব  মিয়ানমারের। আমরা বিশ্বাস করি, তারা এ রায়ের প্রতি সম্মান জানিয়ে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে। তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ’

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, আইসিজের অন্তর্বর্তীকালীন রায় মানবতার বিজয়। এখন রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষার পুরো দায়িত্ব মিয়ানমারের। আদালতের পর্যবেক্ষণ ও আদেশ মিয়ানমারকে অবশ্যই রক্ষা করতে হবে। তাদের জবাবদিহিতা করতে হবে।  

তিনি বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমার যখন রোহিঙ্গা গণহত্যা শুরু করে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেন। তার ঐতিহাসিক দূরদর্শী সিদ্ধান্ত ছিলো এটি।  

‘মিয়ানমার সবসময় বলছে, রোহিঙ্গারা সন্ত্রাসী। আইসিজের রায়ের সঙ্গে তাদেরও ই বক্তব্য পুরোপুরি সাংঘর্ষিক। রোহিঙ্গারা নির্যাতিত, তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। ’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট পেড্রা মুন মরিস, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) নাহিদা সোবহান প্রমুখ। গোলটেবিল বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কূটনীতিকসহ বিশিষ্টজনেরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।