ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহুবলে বাস উল্টে ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
বাহুবলে বাস উল্টে ৩ জন নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের কমলা আক্তার (৩৫), বাস চালকের সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের আবু সাঈদ (৩০) ও অজ্ঞাতপরিচয় নারী (৬০)।

সকাল সাড়ে দশটায় মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই উল্লেখিত তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) বাসটি উদ্ধারে কাজ চলছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।