ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় নির্মাণ শ্রমিক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আশুলিয়ায় বাসচাপায় নির্মাণ শ্রমিক নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাসচাপায় উজ্জল হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন চাঁপাইনবয়াবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে।

তিনি আশুলিয়ার কুরগাঁও এলাকার হাজী জামালের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

নিহতের সহকর্মী রেজাউল করিম বাংলানিউজকে জানান, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে বাসে করে কাজের উদ্দেশ্য বাইপাইল থেকে ইউনিক যাচ্ছিলেন তারা দু'জন। পরে ইউনিকে বাসস্ট্যান্ডে এসে নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান উজ্জল।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।