ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে

কুষ্টিয়া: বাণিজ্যমন্ত্রী হয়েছেন টিপু মুনশি বলেছেন, আমদানি নির্ভর না থেকে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করতে হবে। পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন, চালের দাম বৃদ্ধিতে কোনো মধ্যসত্ত্বভোগী উপকৃত হলে খাদ্য মন্ত্রণালয় অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, কিছু নির্বাচনে ভোটারের উপস্থিতি কম। মানুষ এখন ফেয়ার ভোট চায়। তাই ফেয়ার ভোট করতে ইভিএম পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।