ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় নব্য জেএমবি’র ২ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
খুলনায় নব্য জেএমবি’র ২ সদস্য আটক

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে নব্য জেএমবি’র দুই সদস্য আটক করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। নব্য জেএমবি’র সদস্য দুইজন নাম নুর মোহাম্মদ অনিক (২৪) এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে (২৩)।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি বিশেষ টিম খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন। যাচাই-বাছাই করে মিডিয়া ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমআরএম/জিসিজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।