ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আবহমান গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের মাঝখানে খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদিরি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন খান, মিডিয়া পার্টনার গাজী টিভির প্রতিনিধি ড. বায়োজিদ মোড়ল, ওয়ালটনের পরিচালক এসএম জাহিদ হাসান প্রমুখ।

উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ঘোড়দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। একে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। এ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।

প্রতিবারের মতো এবারো মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাব এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড়দৌড় উপভোগ করেন সব বয়সী অসংখ্য মানুষ।

আয়োজকরা বাংলানিউজকে জানান, এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্য। ১১ বছর আগে চালু করা এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা এখন এ এলাকায় সমাদৃত সর্বজনীন অনুষ্ঠান। এবারও টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড়-সওয়ারি তাদের ঘোড়া নিয়ে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।