ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু চুরি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু চুরি, আটক ১ প্রতীকী ছবি

বরিশাল: কীর্তনখোলা নদীর ভাঙন রোধে প্রকল্পের কাজে ব্যবহৃত জিও ব্যাগ থেকে বালু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

আটক পারভেজ (২৮) কাউনিয়া উপজেলার বাসিন্দা বালু ব্যবসায়ী সালাম মুন্সীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারভেজের বিরুদ্ধে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

স্থানীয়রা জানান, বরিশালের বেলতলা ঘাটে নদী ভাঙন রোধ করতে নদীর তীরে ফেলা জিও ব্যাগ থেকে বালু চুরির অভিযোগ ছিল আটক পারভেজের বিরুদ্ধে। পারভেজ তার শ্রমিকদের দিয়ে জিও ব্যাগ খুলে তা থেকে তিনি বালু চুরি করতেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।