ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ চ্যানেল পরিবেশন, ক্যাবল অপারেটরের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
নিষিদ্ধ চ্যানেল পরিবেশন, ক্যাবল অপারেটরের জেল-জরিমানা

ঢাকা: রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত চ্যানেল অবৈধভাবে পরিচালনা, পাইরেসি এবং মানিলন্ডারিংয়ের দায়ে ‘ডিজিটাল সাইবার ক্যাবল' নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির দুই মালিক এবং এক কর্মচারীকে দুই মাস করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে বলেন, মিরপুর পাইকপাড়া এলাকায় ‘ডিজিটাল সাইবার ক্যাবল’ নামে একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় নিষিদ্ধ ঘোষিত চ্যানেল অবৈধভাবে পরিচালনা, পাইরেসি এবং মানিলন্ডারিংয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-৪ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল মামুন (৫২) ও এএইচএম আশরাফ (৫০) এবং কর্মচারী ফরিদুল ইসলামকে (৩০) দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।