ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভজনপুরে সংঘর্ষের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ভজনপুরে সংঘর্ষের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পুলিশ ও শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনায় জুমার উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত জমার উদ্দীনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গণাগছ এলাকায়।

পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাইসার আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

>>>তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

এরআগে, রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিতভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাটি কাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের দুইটি গাড়ি ও র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।