শনিবার (০২ মে) দুপুরে ১ নম্বর প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গিলে পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহের পাশে দুইটি ব্যাগ পাওয়া গেছে। এরমধ্যে একটিতে জ্যাকেট, কম্বল ও অপরটিতে কাপড় ছিল।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ০২, ২০২০
এনটি