ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এক সপ্তাহে রাজধানীজুড়ে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৩১৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
এক সপ্তাহে রাজধানীজুড়ে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৩১৭

ঢাকা: আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও থেমে নেই মাদকের চোরাকারবার। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো রাজধানীজুড়েও ধারাবাহিক মাদকবিরোধী অভিযান চলমান।

এসব অভিযানে প্রতিনিয়তই বিপুলসংখ্যক মাদক উদ্ধারসহ গ্রেফতার করা হচ্ছে মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের।

গত এক সপ্তাহে রাজধানীজুড়ে বিভিন্ন থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১৫টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব তথ্য জানা যায়।

গত এক সপ্তাহের অভিযানের তথ্য অনুযায়ী, ৫০ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৫৫৮ বোতল ফেনসিডিল ও ৩৮ কেজি ৫৩৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, দেশি-বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, ডিএমপিজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে ডিএমপির থানা পুলিশ ও ডিবি পুলিশ তৎপর। গত এক সপ্তাহের অভিযানে মাদক সংশ্লিষ্টতার দায়ে সর্বমোট ৩১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।