ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।  

শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ওই এলাকার বরমী-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমেদপুর এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল (৪০) ও কিশোরগঞ্জের সোলায়মান মিয়ার ছেলে হানিফ (৩০)।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় বরমী-মাওনা সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মাওনাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশার সবাই আহত হন।  

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোহেল ও হানিফকে মৃত ঘোষণা করেন। আরো তিনজন এতে আহত হযন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ সাঈদ লিয়ন জানান, রাত ৯টার দিকে মৃত অবস্থায় সোহেল ও হানিফকে নিয়ে আসা হয়।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
আরএস/এএ                                               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।