ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্য খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ফতুল্লায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্য খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাইম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

খুন করার অভিযোগে হৃদয় নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নাইম ইসদাইর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। গ্রেফতার হৃদয় একই এলাকার রজব কানার ছেলে। তাদের উভয়ের বয়স ১৫-১৭ এর মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত ইসদাইর বুড়ির দোকান এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে। প্রায় সময় কিশোরদের ধাওয়া-পাল্টা ধাওয়া, প্রকাশ্যে ধারালো ছুরি, রাম দা নিয়ে মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।  

এলাকাবাসী পুলিশকে জানালে তারা এসে মহড়া দিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারতো না। দীর্ঘদিনের বড় ভাই, ছোট ভাই ও মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে নাইমকে ছুরিকাঘাতে খুন করেছে হৃদয় নামে আরেক কিশোর।

এ ঘটনায় পুলিশ হৃদয় ও হাবিব নামে দ ‘জনকে গ্রেফতার করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আল আমিন, লিমনসহ তিনজন ছুরিকাঘাতে আহত হয়। সংঘর্ষের কারণ জানতে ও জড়িত অন্যদের গ্রেতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।