ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মইনুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মইনুর রহমান কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। এসময় স্কুলছাত্রীর বাবা-মা বাঁশ কাটতে যাওয়ায় বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর রহমান ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।  

এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানতে পেরে মেয়েটির বাবা ও এলাকার মানুষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে মইনুর রহমানকে গ্রেফতার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।